দিলীপ ফৌজদার

 

আইউইটনেস বয়ান

দিলীপ ফৌজদার



দীপঙ্কর দত্তর কবিতা তখন শেষ দৃশ্যে
কেউ এসে ঠিক সেই ভাষাতেই বলল
‘তিন দিনের লাশ। বডিটা তো মিউটিলেটেড হয়ে গেছে
কি দেখবেন! মুখটা কালো হয়ে আছে। বুক, পেট, কাটা ছেঁড়া
হাজার টাকা লাগবে প্যাক করে দেব’
সত্যিই তো! কী ই বা দেখার! দেখেই বা কী হবে!

হাজার টাকার হাতবদল – বডি প্যাক

মাঝখানে সরকারি ঊর্দি পরা একজন, কাঁধে পিতলের তারা
চমকাচ্ছে। দীপঙ্ক্ররের ওপর ভয়ঙ্কর রাগ হচ্ছিল উটকো এই লোকটার জন্যই

ক্যানেল, স্ল্যুইস গেট, জল বয়ে যাচ্ছে অনর্গল
অনর্গল লাশ আসছে এক একটা মিছিল এসে জমে যাচ্ছে
আগুনের আশেপাশে কতো মানুষ শব্দগুলো গায়েব
আগুনেরও এত ঝাঁঝ, এত আওয়াজ, কটুগন্ধ

এতো কিছু একজায়গায়। তবু। এখানে কেউ অবাক হয় না
– দীপঙ্করও আশেপাশে নেই

 ভাগ্যিস নেই   থাকলে এতক্ষণ কত কি যে বোঝাত
প্রেতযোনী, দাহপ্রকরণ, ইত্যাদি, ইত্যাদি,
যেগুলো তাচ্ছিল্য করতে গেলেই কাজিয়া

এই এখানেই এখন কটা উদভ্রান্ত মানুষ দীপঙ্কর দত্তকে খুঁজে বেড়াচ্ছে
দীপঙ্করের মতন করে নয় – সে হলে কাঁদত
উত্তেজনার কিছু শব্দ তুলত যেগুলো ওর কবিতায় থাকে না

No comments:

Post a Comment

Facebook Comments