অহনা সরকার




কাকস্পর্শী

অহনা সরকার


ফোনটা বাজছে, ক্রীং ক্রীং। ঘরটা লম্বা বা লম্বা আসলে নিজেই।
কাগজের টুকরো বরফ ভেবে নিজেদের ডীপ ডীপইইই
গাঢ়ত্বের রঙে মাথা ধরে ব্যাথার

মুঠোয় তুলে নিয়েছে ঢেউ, বাঁশি এখানে হৃদয়ের সুরে।
ঘর আসলে দেওয়ালেরই শিশু

স্লিপিং পিলে একা জেগে কনডোম


সম-স্বারণ



জেল থেকে বেরিয়ে সামনে পাঁচটা দরজা পড়ল। অথচ তুমি আসার কথা ছিলে!

মুখের পাশে বোতলের ভাঙ্গা টুকরো।
বন্ধু থেমে গেছে ঘুসি'তে
"স্টপ ইট"! ........
একটাই শব্দ, অত্যধিক মাত্রায় নীরব করল জল

চিঠিটা প্রেমপত্র হতে পারত।

তুমি চাঁদের নবম জিজ্ঞাসা। ঞ টা জ এর পরে লিখলে
প্রতিশোধ হয়

1 comment:

Facebook Comments