লিংকস




দীপঙ্কর দত্ত ।
জন্মঃ ২৪ ফেবরুয়ারী ১৯৬৬ ।
মৃত্যুঃ ১০ জানুয়ারী ২০১৭ ।



ফেসবুকঃ
https://www.facebook.com/shunyakaal.webzine?fref=ts

ওয়েব সাইটঃ
http://dipankarduttarkobita.blogspot.in/

দীপঙ্কর দত্ত দ্বারা সম্পাদিত শেষ শূন্যকালঃ
http://shunyokaal16.blogspot.in/

দীপঙ্কর দত্তের কবিতাঃ
PDF DIPANKAR DATTAR KOBITA.pdf

দীপঙ্কর দত্ত দ্বারা সম্পাদিত জিরো আওয়ারঃ
http://zerohourdelhi.blogspot.in/



আমরা শোকস্তব্ধ । দীপঙ্কর দত্ত । বাংলা সাহিত্যভূমি ছেড়ে ১০ জানুয়ারী ২০১৭ তারিখে এমন শূন্যকরে অন্যকালে চলে গেলেন ।  শোকস্তব্ধ পুরো দিল্লিবাসী বাঙালী । শেষকৃত্য সম্পন্ন হোল  ১৩ জানুয়ারী ২০১৭ তারিখে গাজীয়াবাদের হিন্দোন নদীর স্মশানঘাটে।  সময়টা ছিল অপরাহ্ন সাড়ে তিনটে। কবি দত্তের ঘনিষ্ঠ বন্ধুরা সেখানে হাজির ছিল। বন্ধুরা তার কাছাকাছি দাঁড়িয়ে ছিল শেষ যাত্রার সময়ে। মুখাগ্নি দিলেন প্রাণজি বসাক, সঙ্গে ছিলেন শৈলেন সাহা, দিলীপ ফৌজদার, প্রশান্ত বারিক, সৌরাংশু সিনহা, বিশ্বজিত ভট্টাচার্য, শঙ্করী মুখোপাধ্যায়, অমৃতা নীলাঞ্জনা ও কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য। খুবই অনাডম্বর ভাবে একটি নিরালা প্রাকৃতিক পরিবেশে দীপঙ্করকে শেষ বিদায় জানান হয় । ১৭ জানুইয়ারী ২০১৭, মুক্তধারা অডিটোরিয়ামে একটি শোকসভায় দিল্লির বিভিন্ন জায়গা থেকে আসা কবিতা প্রেমী মানুষেরা জড়ো হন । দু-মিনিট নিরবতা পালন করা হয় । কবি কবি ভাস্বতী গোস্বামী তার দুটি কবিতা পড়ে তাকে শ্রদ্ধাঞ্জলী দেন । উক্ত শোক সভায় আরো উপস্থিত ছিলেন দিল্লির বাঙ্গালী কবি দিলীপ ফৌজদার, পীযূষকান্তি বিশ্বাস, কৃষ্ণামিশ্র ভট্টাচার্য , শর্বানীরঞ্জন কুণ্ডু, প্রশান্ত বারিক, মনিরত্ন মুখোপাধ্যায়, শংকরী মুখার্জী , সৌরাংশু সিনহা বেঙ্গল এসোসিয়েশনের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা । তপন সেনগুপ্তের কথায় দীপঙ্কর দত্তের এই আকস্মিক চলে যাওয়ায় বাংলা সাহিত্যে যে শূন্যতা নেমে এলো তা সহজে ভরাট করা সম্ভব হবে না । দীপঙ্কর দত্ত !  শ্রদ্ধা রইলো । লহ প্রনাম ।

প্রকাশিত কবিতার বইঃ
  1. আগ্নেয় বসন্তের জাগলার  (১৯৯৪)
  2. কাউন্টার ব্লো  (১৯৯৭)
  3. ব্রেক টু গেন অ্যাকসেস (২০০১)
  4. পোস্টমডার্ন ব্রুহাহা (২০০২)
  5. নির্বাচিত পোস্টমডার্ন কবিতা (২০০৪)
  6. জিরো আওয়ার পাওয়ার পোয়েট্রি (২০০৬)
  7. দীপঙ্কর দত্ত'র কবিতা (২০০৭)
  8. ব্রেলবর্ণ বিষহরি ( ২০১৬)   





No comments:

Post a Comment

Facebook Comments