বিপ্লব গঙ্গোপাধ্যায়

 

স্তব্ধ শূন্যে

বিপ্লব গঙ্গোপাধ্যায়


স্তব্ধতা টুকরো হচ্ছে
ভগ্নাংশ হতে হতে মিলিয়ে যাওয়ার ঠিক আগে
তোমাকে ছুঁই কবি
দেখি  তোমার হাসির চৌকাঠে ঝুলে আছে চাঁদ

তোমার সাথে আমার দেখা হয়নি কোনদিন
কোন বিকেল বলেনি পরিত্যক্ত আগামী নির্জন
সন্ধ্যা ফুরিয়ে আসার আগে
কুয়াশায় ভরে যাচ্ছে  মাঠ

শূন্যকাল
মায়াশিকলে বাঁধা আছে আমাদের কবিতাবান্ধব হাত
টের পাই আজ ।

Facebook Comments