অনিন্দ্য রায়

 

 

মুহূর্তম্যানিয়া


অনিন্দ্য রায়



শুশুকের সহজ কৌতুক দেখে ঝুলে পড়ছে মার্স
গমহীন, রাজনীতিহীন ছিল আজকের বৃষ্টি, এখনো অনন্ত মাঠে
টিক আর কাটাচিহ্নগুলি তছনছ হয়ে আছে
#
জ্বর আসছে সরল হয়ে
#
ঢোলক বাজাচ্ছে কেউ, বাড়িখানি কেঁপে উঠ্ল, আকাশও কুঁকড়ে মহাশয়
কপালের ঘামে গত চৈত্রের ঝড় ফুটে উঠছে ওই


যুক্ত বিযুক্তর মাঝে দাঁড়িয়ে রয়েছে দুর্বল, বমনরত শূন্যাবতার
সম্পর্ক ঢাকার মতো শন্দ আমাদের নেই
হাত নেই, তালি বা স্মৃতির কৌটো কোনোটাই  নেই
#
শুধু জলের সান্ত্বনা
শুধু বিবমিষা নিয়ে কতটা লোকাল হওয়া যায়


জিভের নরমবৃত্তি, দ্বন্দ্বে ও আকৃতিহীন, কেঁপে ওঠে যতটা ক্লান্তির শ্বাস
                                   আমি থাকি কিছুটা ভেতরে
তলদেশ অব্দি ভেজা, সারাৎসার
স্বাদের কুসুম অব্দি যেতে কাঁটা লাগে
#
গড়ায় ঘ্রাণের রস
খিদেয় যে ঘন্টা থাকে সে ধারণা ভুল


আঙ্গিকের নাচ এত ছলাৎছল, করোটির নেগেটিভ থেকে খুলতে পারি না
কল্পনার মাটি ঝরে। দেখি অংশত হলুদবন, পাতা ঝরে আকাশের, শুধু অন্য সেটুকুই
সংবাদের কাঁধে চড়ে যারা এসেছিল, নির্দিষ্ট ঘ্রাণশক্তি নেই
                        বিভিন্ন পশুর থেকে ধার করা
সে নাকের ঢাকনা খুলতে পারি না
#
নাচ শেষ হলে বাজনারা স্বয়ং বায়ব 


নগ্নতা না লিখে
লিখি বরফ
#
যদি তা গলে যায়

1 comment:

  1. অসাধারণ লেখা সব। হৃদয় ছোঁয়ে যাওয়া ...

    ReplyDelete

Facebook Comments