প্রশান্ত সরকার



 

নির্মিতি

প্রশান্ত সরকার


দীর্ঘায়ু হও,
আর কথারা বিরত থাক -
নির্বাসিত হয়ে আছি জেনে,

গিঁট দিতে দিতে যে সহস্র জানলা,
একে একে বাঁধা পড়ে গেছে ... অদৃশ্য নোঙর
আর পাখিদের ভ্রমে যদি
উড়িয়ে দিয়েছো ফের... বৃথা খড়কুটো
যেন, যে কেউ তোমাকে ফিরিয়ে নিতে পারে
দুরারোগ্য আয়নার কাঁচে, সপ্রতিভাত...
কিংবা তদ্রূপ দাহে, তার বয়ানমুখর কিছু খেদ

আর হাসতে হাসতে যদি মুছে যায়
প্রাত্যহিক পারদের ভার, তার প্রত্যুত্তরে...

No comments:

Post a Comment

Facebook Comments