পীযূষকান্তি বিশ্বাস



নদী ভরা ঢেউ

পীযূষকান্তি বিশ্বাস


বিস্তর জমি পড়ে আছে, জমে আছে বিশ্বাস
এই ভিরানায় আসমানি কিতাব
ফসল কাটার নামে হেমন্ত এনেছে

এই চক্রবৃদ্ধিহার,পারমুটেশন আর কম্বিনেশন
আমাকে বলোনা আর সংখ্যা তত্বের কথা
ভাইরাস ছড়িয়ে পড়ছে
এক হার্ড ডিস্ক থেকে অন্য হার্ড ডিস্ক

বুকের উপরে জেগে উঠছে সবুজ চর
পাজরের নীচে বয়ে যাচ্ছে  লাল নদী
কন্ঠ বরাবর ভিজে উঠছে গামছা,
লাল লাল বিপন্ন বৈঠায়
মাঝরাত কাবার করে নিঃশব্দে নিরবে
পদ্মা ছুটে যায়

হেমন্ত নামছে মাঠে...
সোনালী ধানের পাশে
বিশ্বাস আর  প্রবাহমানতা  নিয়ে
এই ভরা মাঠ,  নদী 
উপছে পড়া ঢেউ
সোনার ফসল কেটে ছিন্ন মস্তক

কোন ভাটিয়ালি তুমি গাও হে নাবিক ?

 

ট্যাংরা তবু কাটন যায়


আমি একটা কুয়োঁর কথা বলছিলাম,
নির্ভেজাল পাড়ে বাঁধা নিটল
সাঁতার কাটতে থাকা দুএকটা হাঁস,
জলকলমীর ঝাড়
গোল-মাটল না হলেও খানিকটা হতে পারে তেকোনা
যার ত্রিসীমানায় কোদাল নেই

যে কোন পুকুর মানে স্নান নয়,
যে অর্থে বন্ধু নয় প্রিয় সুহৃদ
এই বায়ু, আকাশ লক্ষ্য করে হাত বাড়িয়ে
জলস্তর পার করে উঠে আসে যে সব ফ্লোরা

জল আছে জেনেই
তার কাছে একটা ঢেউ রাখা হলো
স্বচ্ছতার কাছে একমুঠো পলি নিয়ে আসা
ভ্যাদার করুণ চোখে ডোমিনোজের  নীল আবেগ   
অথচ
অস্তিত্বের কাছে থিতু হয়ে আসা
ভয় নিয়ে ,
ক্ষুধা নিয়ে
শিঙি মাছটা কিছুতেই কাটা মারতে পারছে না 

এমন একটা কুঁয়ার কথা বলছিলাম
মাই লর্ড ,
জলের গভীর প্রদেশে  মা কসম
যে কোন অখন্ড বৃত্ত
যে কোন পারফেক্ট পিরামিড
বোয়ালের জ্যাবড়াতে চূর চূর হয়ে যায়
 

Facebook Comments