সুপ্রিয় চন্দ

সময়ই কি শেষ কথা বলে ?

সুপ্রিয় চন্দ


কবি তথা শূণ্যকালের সম্পাদক ,দীপঙ্কর দত্তের আকস্মিক মৃত্যু আবারো এই প্রশ্নের সামনেই দাঁড় করালো। ব্যক্তিগতভাবে পরিচয় এক কবিবন্ধুর সূত্রে।তার সূত্রেই শূন্যকালে লেখা।ওয়েবজিন ব্যাপারটির সঙ্গে সাক্ষাত। এবং দীপঙ্কর জেঠুর সঙ্গে আলাপ পরিচয়। আলাপ অথবা পরিচয় কোনটিই প্রত্যক্ষত, আর ঘটলো না এ জন্মে।তবে ফেসবুক বা ফোনালাপের সূত্রে যেটুকু ছোঁয়া, তাতে খুবই স্পষ্ট কর্মপ্রাণ ও একনিষ্ঠ একজন মানুষ হিসেবে মনে হয়েছে দীপঙ্কর দত্তকে। মনে পড়ে দ্বিতীয়বার শূন্যকালে লেখা দেওয়ার পর, বলেছিলেন - আরো ভালো লেখ তুমি।শেষটা আরো তীব্র হতে পারতো।অন্য লেখা দাও।আরো আরো অনেক ভালো লিখবে,আমাদের চেয়ে..তোমাদের মতো নতুনদের কাছ থেকে এটাই তো প্রত্যাশা।

এক সকালবেলা প্রথম যখন নিউজফিডে দেখলুম তিনি আর নেই, বুঝিনি ..বুঝিনি ব্রেইলবর্ণ বিষহরি এতো নিষ্ঠুর। খানিক পর আবারো ছবি সহ নেই নেই রবে, বুঝলুম সত্যি শূন্যকাল কতো প্রবহমান। মনে হয় সময় সত্যি খুব কম করে থাকে,তার মাঝেই বড়ো করে ভাবতে হয়,ভাবা গুলোকে কাজে পরিনত করতে হয়, নিরলসভাবে লেগে থাকতে হয় কাজে।সময়ের কথা বারবার উঁকি দিলেও,শেষ পর্যন্ত শেষ কথা বলে মানুষ,মানুষের কাজ,আর মানুষের সময়।    

No comments:

Post a Comment

Facebook Comments