নীলাব্জ চক্রবর্তী





জনস্বার্থ

নীলাব্জ চক্রবর্তী


সকাল ধরবো বলে দাঁড়িয়ে আছি
প্রতিটা দিনের যে দিকটা নরম আর বড়ো
অথচ তালুতে দিব্যি এঁটে যাবে
ভুল বানানের মতো
এই দাহ্যতায়
কোনদিক থেকে জানি হাওয়া আসছে
সংস্কারের ভেতর
হাইওয়ে
তার পাশের মাঠভর্তি খালি শব্দরা ওড়ে
মিশ্র এই জানুয়ারি জুড়ে
তাদের বিছানা

তারপর
ভাঁজ করে রাখা
এইসব ব্যক্তিগত স্মৃতি
জনস্বার্থে অধিগ্রহণ করা হোলো...


ভেজা ভেজা



ভারী রাস্তার ওপর
এই তো টুপী উড়ছে ক্যামোন
বিকেল চালাতে চালাতে
দ্বিধা হও ভাষা
আর বলো, আমার যৌনতাটাই আমি
তো এই ঘর
সীমাহীন
শব্দেরা
কার জন্য খুলে যাচ্ছে
সহজ হয়ে আসা চুলগুলোর ভেতর
একেকটা দরজা জানলার মতো দিনে
এবড়োখেবড়ো        অপেক্ষা লিখছি

অনুবাদ করুন

আমাদের ভেজা ভেজা ছায়া পড়ছে না...


ছোট ছোট দিন



অথচ            স্মৃতি             টুকরো করতে
ছড়িয়ে পড়লো যে খুচরো
ছোট ছোট দিন
রাফ করা
পরিসর জুড়ে কার নামের রঙ
ঘষে ঘষে
এখানে             স্পেস দাও
যতোটা আঙুলের ফাঁকে আঙুল
বারবার বলে
ন্যারেটিভ ছিঁড়ে
ধ্বনিগুলো ফেলে দেওয়ার কথা
তার ছবি কিছু পরে আসবে
আর তারও পরে
ভাষার ভেতর একদিন
আমাদের দেখা হয়ে যাবে...


ভূগোল



জলে
ছায়ায়
মাংসে
জড়িয়ে পড়েছে সংশয়টুকু
যতটা আর লেখা যাবে না ক্লিক সম্পর্কে
তার ধোঁয়ায়
ডিলিটেড
আমার একটা তোমার ভূগোল ছিলো
ভাষা ভাঙতে ভাঙতে তারপর
সাদা টেবিলের একদিকে
কবিতা রেখে দিয়ে দেখেছি
সেন্টার অব মাস সরে যায় কি না
চিরুনির দাঁতে
যে একটা দিন
যে একটা রঙ ভিজে উঠছে না দূরের কখনো...

2 comments:

  1. প্রথমটা বেশি ভালো লাগলো।

    ReplyDelete
    Replies
    1. পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ নিশীথবাবু... ভালো থাকবেন...

      --- নীলাব্জ চক্রবর্তী

      Delete

Facebook Comments